মাইন্ডসেট বিষয়টি সাধারণ হলেও গুছিয়ে ভাবতে গেলে আমাদের অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। 📍মূলত মাথায় যে চিন্তা করার জায়গা সেটাই হলো মাইন্ডসেট।

এখন কথা হলো- মাইন্ড তো মনকে বুঝায় জানি, মাথা আসলো কোত্থেকে?

মাথাটাই মেইন সিপিউ তো, তাই মাথা নিয়ে কথা বেশি হবে।এই ধরুন, ক্রিটিক্যাল থিকিং নামক একটি স্কিল ইদানীং কালে ভীষণ দরকারি হয়ে উঠেছে। সেটি ও কিন্তু এই সাধারণ চিন্তাকেই কেন্দ্র করে কাজ করে। সেটা নিয়ে আরেক দিন লেখা পাবেন।

আজকে মূলত ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট নিয়ে একটু শেয়ার করব :

⚡সেদিন রাজীব সাহেব আমাকে বলতেছিলেন, “ভাই আমি একাউন্টিং টা একটু ভালো বুঝি। চাটার্ড একাউন্টটিং লেবেল টু এর মধ্যে আছি। এখন নতুন জিনিস শিখলেই যে কত প্যারা খেতে হবে।আর এই পজিশন থেকে কি অন্য স্কিল শিখে ভালো পজিশনে যাওয়া সম্ভব? টোটালি ইম্পসিবল! আর আমার পক্ষে ম্যানেজমেন্ট লেভেলের হওয়া তো অসম্ভব!!!”

⚡কিন্তু উনার সাথের কলিগ হাবিব সাহেব বলেন ভিন্ন কথা। তিনি বলেন,”আরে ভাই,আমি যে কোন কিছু শিখতে পারি যদি আমি চাই। সাধারণ একটি ছোট অফিসের একাউন্টস ডিপার্টমেন্টে আছি তো কি হইসে, Quickbooks আর Xero শিখলেই তো অনলাইনে কাজ করতে পারুম। এগুলার সাথে যদি Advance Excel টা আয়ত্ত করতে পারি। তাইলে তো নগদ বাম্পার অফার। ফিল্যান্সিং করলে তো ওই ম্যানেজার থেকেও বেশি কামাইতে পারবো যদি চেষ্টা করি। ”

এই যে রাজীব সাহেব আর হাবিব সাহেবের যে চিন্তায় ভিন্নতা এইটাই হলো মাইন্ডসেট!
✅ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেট✅

নিজেকে কোনো গন্ডির মধ্যে আটকে রাখা যাবে না! যে কোন পরিস্থিতিতে পরিবর্তনশীল করে খাপ খাইয়ে নেয়া বা আরো ভালো পজিশনে কাজ করতে পারার চিন্তাই হলো গ্রোথ মাইন্ডসেট।

জনপ্রিয় বিজনেস ম্যাগাজিন ফোর্বসের মতে, প্রথমে আপনার Attitude যার উপর নির্ভর করে আপনার Behavior। এই ভিত্তিতে আপনার Action নির্ধারিত হবে এবং আপনি Result পাবেন যা দিয়ে আপনার Performance পরিবর্তিত হবে এবং পজিটিভ ভাইভে থাকলে ক্রমাগত Growth এর দিকে এগিয়ে যাবেন।

Scroll to Top